ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগুয়ারী ইউনিয়ন নগরপাড়া গ্রামে সুতিয়া নদীর পারে নুরুল আমিন খোকনের জমি একই গ্রামের প্রতিবেশী প্রভাব খাটিয়ে দখলের পায়তারা করছেন জেবুন্নাহার জেবা ও তার সহযোগীরা।
জানা যায়, জমিজমা ও বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে পূর্ব হতেই নুরুল আমিন খোকন এর সাথে জেবুন্নাহার জেবার সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলিতে ছিল।
উল্লেখ্য যে, গত ১৬-২-২৫ ইং তারিখ জেবুন্নাহার জেবা প্রভাব খাটিয়ে শাহাব উদ্দিন, আতাব উদ্দিন, মহিউদ্দিন শান্ত, কবির তাদের সহযোগিতা নিয়ে নুরুল আমিন খোকনের বাড়িতে চলাচলের একমাত্র রাস্তা এবং নিগুয়ারী ইউনিয়ন পরিষদের ০৪ শতাংশ জমি ও সরকারি ২৭ শতাংশ খাস জমির উপর ইটের দেয়ালের বাউন্ডারি নির্মাণ করিতে থাকে।
নুরুল আমিন খোকন ও সরকারি খাস জমির পাশে জেবুন্নাহার জেবার আনুমানিক ২/৩শত একর জমি থাকায়, জেবুন্নাহার জেবা প্রভাব খাটিয়ে তার সহযোগীদের সহায়তায় সরকারি খাস জমি ও নুরুল আমিন খোকনের বাড়িতে চলাচলের রাস্তা সহ ইটের দেওয়ালের বাউন্ডারি নির্মাণ করিতে শুরু করে ।
উক্ত বাউন্ডারি নির্মাণ করিবার সময় নুরুল আমিন খোকন বাধা দিলে তার সহকর্মীরা নুরুল আমিন খোকনকে মারপিট করিতে উদ্যত হয়।
নুরুল আমিন খোকনের ডাক চিৎকার শুনিয়া, করিম বেপারি, আব্দুল মতিন, হযরত আলী সহ আরো আশেপাশের লোকজন আগাইয়া আসিলে তারা তাকে প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়া তারাইয়া দেই।
উক্ত ইটের বাউন্ডারি নির্মাণের ফলে নুরুল আমিন খোকনের বাড়ি থেকে বের হওয়ার আর কোন বিকল্প রাস্তা নেই। খোকনের পরিবার ও এলাকাবাসীর দাবি উক্ত বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।
উক্ত বিষয়ে পাগলা থানায় একটি অভিযোগ দেয়ার করা হয়েছে। পাগলা থানা অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron