গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ‘স্পিকার’ বিতরণ

print news

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

img

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্পিকার বিতরণ করা হয়েছে।

আজ ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব স্পিকার বিতরণ করা হয়।গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন স্পিকার বিতরণ অনুষ্ঠানে
বলেন,শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রাথমিক শিক্ষাই হচ্ছে শিক্ষার মূল ভিত্তি।
তিনি আরও বলেন, এই স্পিকারগুলো আপনারা শ্রেণিকক্ষে ব্যবহার করে শিশু শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করবেন এবং পাশাপাশি এটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গফরগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর এ আলম ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্টিত স্পিকার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারী সার্জন দেলোয়ার হোসেন সামী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ কে এম হাবিবুর রহমান কাজল সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *