গফরগাঁওয়ে ফিসারী নিয়ে পূর্ব বিরোধের জের ধরিয়া মোহাইমিনুলের ওপর হামলা

print news

ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

1740586078778

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগুয়ারি ইউনিয়ন নিগুয়ারি গ্রামে রেউজি বিলে মোহাইমিনুল ইসলাম (সোহেল) এর ফিসারী অবস্থিত। উক্ত ফিসারী নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মোহাইমিনুলের ওপর হামলা হয়।

জানা যায়, গত ১৩/০২/২৫ ইং তারিখ অনুমান রাত ৭:৩০ ঘটিকার সময় মোহাইমিনুল ইসলাম ভেকু ( এক্সভেটর) দিয়ে ফিসারীর পুরাতন বাধে মাটি দিয়ে মেরামত করিতে থাকে, এমন সময় রাহিম শেখ, মতিউর রহমান মতি, আরিফুল ইসলাম রিটন, সাইদুর রহমান রতন, ইছাম উদ্দিন শেখ, ওয়াসিম শেখ, রাব্বি শেখ সহ আরোও অজ্ঞাতনামা ৫/৬ জন পূর্ব বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে একজোট হইয়া ধারালো অস্ত্র, লোহার রড় ও বাঁশের লাঠি ইত্যাদি হাতে নিয়ে বেআইনী ভাবে মোহাইমিনুলের ফিসারীতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে।

মোহাইমিনুল ইসলাম প্রতিবাদ করিলে আরিফুল ইসলাম রিটন এর হুকুমে রহিম শেখ হত্যার উদ্দেশ্যে ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে এবং বাকিরা হাতে থাকা বাঁশের লাঠি ও রড় দিয়ে এলোপাতাড়ি মারপিট শুরু করে।

মোহাইমিনুল ইসলামের ডাক চিৎকার শুনিয়া নাজমুল হুদা, করিম শেখ, শফিকুল ইসলাম সহ আরো কয়েকজন আগাইয়া আসিলে হামলাকারীরা চলে যায়।

ঘটনার পর পরই লোকজন মোহাইমিনুল ইসলামকে আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

উক্ত ঘটনায় মোহাইমিনুল ইসলাম বাদী হয়ে পাগলা থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *