
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার লামকাইন গ্রামে বজ্রাঘাতে সোহাগ মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তাঁর সঙ্গে থাকা দুটি গরুও মারা গেছে।
শনিবার (৩১ মে) দুপুরে ব্রহ্মপুত্র নদীর চরে গরু চরাতে গিয়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া লামকাইন গ্রামের হজরত আলী ক্বারির ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোহাগ মিয়া ওই দিন দুপুরে গরু চরাতে নদীর চরে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয়, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায় তাঁর সঙ্গে থাকা দুটি গরুও।
নিহতের চাচাতো ভাই ও লামকাইন ওয়াহেদীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ফেরদৌস আহমেদ মাস্টার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহাগ মিয়া দুই সন্তানের জনক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron