

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপি, পাগলা থানা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমানের নির্দেশে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য আব্দুল কুদ্দুস দুলাল এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির নেতা শফিকুল ইসলাম শফিক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনসার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও কৃষক দলের সাবেক সভাপতি উপজেলা বিএনপির সাবেক সদস্য ফজলুল হক এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন মাস্টার।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ, সালটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও কৃষক দলের সাবেক সভাপতি জালাল উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সাইফুল, বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী শাহজাহান মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য তোফাজ্জল প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপনের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।