গফরগাঁওয়ে বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন জেলা প্রশাসক

print news
img

আজ সোমবার গফরগাঁও উপজেলায় বিভিন্ন দপ্তর ও চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম।

পরিদর্শনকালে তিনি গফরগাঁও থানা, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘুরে দেখেন। এসময় তিনি উপজেলা পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট কার্যালয়গুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার এবং নথিপত্র পর্যালোচনা করেন।

জেলা প্রশাসক কর্মরত ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কর্মকৌশল আরও দক্ষ ও জনবান্ধব করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়া, তিনি সালটিয়া কাঁচা বাজারে কোভিড-১৯ প্রকল্পের আওতায় নির্মাণাধীন রাস্তার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা প্রশাসকের এই পরিদর্শন ও দিকনির্দেশনাকে উপজেলায় সেবার মানোন্নয়নের একটি ইতিবাচক ধাপ হিসেবে দেখছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *