গফরগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার বাসায় চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি, পরিবারের তিন সদস্য হাসপাতালে

print news
img

নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও:
ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের পশুহাসপাতাল রোডে চেতনানাশক স্প্রে করে এক সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা সুলতান আহমেদের বাসায় এ চুরির ঘটনা ঘটে। চোরের দল গৃহস্থালী সামগ্রী, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়।

চুরির সময় পরিবারের সদস্যদের অচেতন করে ফেলা হয়। এতে গুরুতর অসুস্থ অবস্থায় সুলতান আহামেদ (৬৫) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার স্ত্রী তাসলিমা বেগম লিপি (৫৫) ও ছেলে অর্ণব (২৩) কে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বারান্দার লোহার গ্রিল কেটে বাসার জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে। পরে তারা ঘরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে এবং বিভিন্ন কক্ষ তছনছ করে চুরি সংঘটিত করে। তবে বাসার সবাই এখনো হাসপাতালে অচেতন থাকায় নির্দিষ্ট করে কী পরিমাণ নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস চুরি হয়েছে, তা জানা যায়নি।

ভুক্তভোগী পরিবারের বড় ছেলে সৌরভ আহমেদ জানান, “আমি টেকনাফে কর্মরত। সকালে বাসার কোনো খোঁজ না পেয়ে মামা রাতুলকে জানাই। তিনি বাসায় গিয়ে বাবা, মা ও ভাইকে অচেতন অবস্থায় পান এবং দ্রুত হাসপাতালে নিয়ে যান। বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি কিছুদিন আগে বিয়ে করেছি। আমার স্ত্রী ও মায়ের সব স্বর্ণালংকার, নগদ টাকা ও মালামাল আলমারিতে ছিল—সবই নিয়ে গেছে।”

ঘটনার পরপরই গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার জানান, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *