১৯৫২ সালে গফরগাঁও রাওনা ইউনিয়ন পাচুয়া গ্রামের কৃতি সন্তান ভাষা শহিদ আব্দুল জব্বার মাতৃভাষার জন্য প্রাণ দেন।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ( ২১ ফেব্রুয়ারী) উপলক্ষে প্রতি বছর ভাষা শহিদ আব্দুল জব্বার এর বাড়ি শহিদ মিনারে উপজেলা প্রশাসন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও অরাজনৈতিক সাধারণ মানুষ, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সহ আরো অন্যান্য সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে থাকেন।
( ০৪ ফেব্রুয়ারী ) মঙ্গলবার গফরগাঁও উপজেলা প্রশাসন (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন ভাষা শহিদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর পরিদর্শনে যান।
এবং ওনি ভাষা শহিদ আব্দুল জব্বার স্মৃতি জাদুঘরের মাঠ ও রাস্তা পুনরায় মেরামত করার আশ্বাস দেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেন সুষ্ঠুভাবে পালিত হয় তার জন্য এলাকাবাসী সকলের নিকট সহযোগিতা কামনা করেন।
এই সময় উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও রাওনা ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুল ইসলাম বাবুল।
নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান, গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, প্রফেসর মাহাবুল, প্রফেসর মিজানুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন শহিদ জব্বার প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল মিয়া সহ রাওনা ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron