মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার (আব্দুল জব্বার নগর) সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে গফরগাঁওয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন গফরগাঁও উপজেলার ০৬ নং রাওনা ইউনিয়ন পাঁচুয়া গ্রামের সূর্যসন্তান আব্দুল জব্বার। তারই বাড়িতে গড়ে ওঠে কেন্দ্রীয় শহিদ মিনার ও ভাষা শহিদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতিজাদুঘর।
তাছাড়াও ১৯৫২ সালে ভাষার জন্য আরো প্রাণ দেন সালাম, বরকত, রফিক, শফিউলসহ নাম না জানা অনেকেই।
ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনটি শ্রদ্ধা-স্মরণের মাধ্যমে শুরু হয় শুক্রবার (২১ ফেব্রুয়ারী) রাত ১২টা ১ মিনিটের একুশের প্রথম প্রহরে নানা শ্রেণী পেশার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেইসব শহীদদের যারা ভাষার জন্য উৎসর্গ করেছেন প্রাণ। এরপর একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে গফরগাঁও উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন, গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন , সহকারী কমিশনার(ভূমি) আমির সালমান রনি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় ভাষা শহিদ আব্দুল জব্বার নগর মাঠ প্রাঙ্গণে গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও জয়ধরখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শরিফুল ইসলামের উপস্থাপনায়, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন ও অন্যান্য সরকারি কর্মকর্তাগণ।
বিকাল ৩ ঘটিকায় হাজারো দর্শনার্থীদের উপস্থিতিতে ভাষা শহিদ আব্দুল জব্বার স্মরণে দেশাত্ববোধক গান, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron