

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাংগাব ইউনিয়নের দাওয়াদাইর গ্রামে নাইম নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে গ্রেপ্তার করেছে পাগলা থানা পুলিশ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জুন (শুক্রবার) রাত ৮টার দিকে স্থানীয় শাজাহান নামে এক যুবক নাইমকে বাড়ি থেকে শামসুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে ডেকে নিয়ে যায়। সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাইমের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে পরিবার তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা নেয়ার পর ১৭ জুন (মঙ্গলবার) সকাল ১০টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবার পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোমবার (২১ জুলাই) ঢাকার বিভিন্ন এলাকা থেকে সাতজন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আলমগীর, শাজাহান, বেলায়েত হোসেন, জলিল, শামছুল, রহিম উদ্দিন ও জামাল।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা সাতজন আসামিকে গ্রেপ্তার করেছি, বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”
এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার দ্রুত সব আসামির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।