

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রাওনা যশরা হোসেনিয়া বালিকা দাখিল মাদ্রাসায় ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
(১৩ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার শিবগঞ্জ বাজারে মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুস সাহিদ মাস্টার এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর মাহমুদ আলম, গফরগাঁও পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক ফজলুল হক।
আরোও বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিন জেলা উলামা দলের সভাপতি এখলাস উদ্দিন বাবুল, গফরগাঁও উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম বাবুল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গফরগাঁও পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবু সায়েম, ওর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল ইসলাম ইমন, যশরা ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বজলুর রহমান সহ আর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা হানিফ খান, এস এম এ টিভি নিউজ প্রতিনিধি আরিফুল ইসলাম সহ অন্যান্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আগামীদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ময়মনসিং দক্ষিণ জেলা যুবদল ও যুগ্ন আহবায়ক গফরগাঁও স্বেচ্ছাসেবক দল ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান রুবেল।