গফরগাঁওয়ে সহকারী প্রিন্সিপালকে মারধরের অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে

print news
img

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যশরা ইউনিয়নের খোদাবখশপুর ফাজিল মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল আবুল কাশেম খানের ওপর হলরুমের দরজা বন্ধ করে মারধরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মাওলানা বদরুল আলমের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র জানায়, ম্যানেজিং কমিটির রেজুলেশন খাতায় স্বাক্ষর না করায় এ ঘটনা ঘটে। সহকারী প্রিন্সিপাল আবুল কাশেমকে রক্তাক্ত জখম করে প্রিন্সিপাল ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানা গেছে।

খবর পেয়ে গভনিং বডি কমিটির সহ-সভাপতি ঘটনাস্থলে ছুটে আসেন এবং সহকারী শিক্ষকরা মিলে আহত আবুল কাশেমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে জানতে প্রিন্সিপাল বদরুল আলমের মুঠোফোনে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে একজন জানান, “তিনি ঘুমাচ্ছেন, এখন কথা বলতে পারবেন না।”

এছাড়া স্থানীয়দের দাবি, প্রিন্সিপালের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। গত পনেরো বছরে প্রিন্সিপালের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ প্রতিষ্ঠানের পাঁচ একর জমি বিক্রি করে নানা উন্নয়নমূলক কাজ করার পরও কোনো আর্থিক হিসাব প্রকাশ না করার অভিযোগ উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *