

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আর খাইরুলের বিরুদ্ধে ফেইক আইডি ও পেইজ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিকল্পিতভাবে মানহানিকর ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেইজ তৈরি করে নিয়মিতভাবে এম আর খাইরুলের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব পোস্টে উদ্দেশ্যমূলকভাবে অপমানজনক ভাষা ও দোষারোপ করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর।
এম আর খাইরুলের বিরুদ্ধে এমন অপপ্রচারের প্রতিবাদ জানিয়ে রসুলপুর ইউনিয়নের সাধারণ জনগণ বলেন, “খাইরুল চেয়ারম্যান একজন সদাচারী ও জনবান্ধব ব্যক্তি। তিনি সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন বলেই তিনি দুবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।”
তারা আরও জানান, “এই ধরনের মিথ্যা প্রচারণা রসুলপুর ইউনিয়নের জনগণ মেনে নেবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
এ ব্যাপারে খাইরুল চেয়ারম্যান সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া গ্রহণ করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।