

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদের বাড়িতে চাঁদার দাবিতে কাজ বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা নয়নের বিরুদ্ধে।
জানা গেছে, আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে বসবাস করে আসা তার ক্রয়কৃত জমিতে নতুন করে বাড়ির নির্মাণ কাজ শুরু করেন। পাঁচ বছর আগে নয়নের পিতা নুরুল ইসলামের কাছ থেকে তিনি সাড়ে তিন শতাংশ জমি সাবকাওলা মূলে ক্রয় করেন।
নির্মাণকাজ শুরুর পর নয়ন তার দলবল নিয়ে এসে কাজ বন্ধ করে দেয় এবং দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে নয়ন একাধিকবার হামলার হুমকি দেয় বলেও অভিযোগ করেন হামিদ।
এ নিয়ে এলাকার মেম্বার মাহাবুল, ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুল্লাহ ও অন্যান্য স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে একটি সালিশ বৈঠকের আয়োজন করা হলেও নয়ন এক বিএনপি নেতার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে উপস্থিত হয়নি।
পরবর্তীতে গফরগাঁও থানার এক এসআই সালিশের জন্য থানায় তারিখ নির্ধারণ করেন। নির্ধারিত তারিখে আব্দুল হামিদসহ মেম্বার ও স্থানীয় নেতারা থানায় উপস্থিত থাকলেও নয়ন সেদিনও উপস্থিত হয়নি।
এরই ধারাবাহিকতায় গত ১৭ জুন (মঙ্গলবার) সকাল ১০টার দিকে নয়ন ও তার দলবল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামিদদের বাড়িতে আক্রমণ চালায় এবং নির্মাণকাজ জোরপূর্বক বন্ধ করে দেয়।
আবদুল হামিদ জানান, “আমি রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় নয়ন পরিকল্পিতভাবে আমাকে হয়রানি করছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা চাই।”
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এলাকাজুড়ে ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।