বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আজিজুল হাকিম আজিজ ও সাধারণ সম্পাদক রাকিব হোসেনের নির্দেশনায় ১৭ আগস্ট ২০২৫, রোববার বাদ জোহর ময়মনসিংহ দক্ষিণ জেলা অধীনস্থ গফরগাঁও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‘গণতন্ত্রের মা’, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মাহফিলে দেশনেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী জুবায়ের রহমান নিরব, ছাত্রদল নেতা আবির, নাজমুল, আলফি, সিয়ামসহ আরও অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক (সমাজকর্ম) মো: বুলবুল ইসলাম এবং প্রদর্শক (রসায়ন) ওয়াহিদুজ্জামান।
এসময় বক্তব্যে জুবায়ের রহমান নিরব বলেন, “আমাদের নেত্রীই একমাত্র নেত্রী যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবনে অবর্ণনীয় ত্যাগ স্বীকার করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। এ ধরনের দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে বিরল।”
এছাড়া কলেজের সহকারী অধ্যাপক মো: বুলবুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি প্রতীক। তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অন্যদিকে প্রদর্শক ওয়াহিদুজ্জামান বলেন, “আজকের এই দোয়া মাহফিল আমাদের ছাত্রদের গণতন্ত্র, ন্যায় ও অধিকার রক্ষার আন্দোলনে আরও অনুপ্রাণিত করবে।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron