

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ০৩নং চরআলগী ইউনিয়নে তাঁতী দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। (০৬ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বিকাল ০৩ ঘটিকায় চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সমাবেশ এর আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা তাঁতী দলের সভাপতি রমজান মোল্লা, সঞ্চালনা করেন উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুক্তা ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গফগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফকরুল হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আজিম উদ্দিন আজিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সায়েম, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরআলগী ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর মাস্টার , ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা সুমন ফরাজি, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক বুট্টু মিয়া সহ চরআলগী ইউনিয়নের বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, চরআলগী ইউনিয়নের তাঁতী দলের নব গঠিত যে কমিটি হবে যাচাই-বাচাই পূর্বক ত্যাগী নেতা কর্মীদেরকে কমিটিতে রেখে একটি শক্তিশালী কমিটি গড়ার আহবান করেন।