ময়মনসিংহের গফরগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ফ্যাসিবাদ বিরোধী চেতনায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। পহেলা বৈশাখ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে এক বর্ণাঢ্য বর্ষবরণ র্যালি অনুষ্ঠিত হয়, যা শেষ হয় ঐতিহ্যবাহী বটমূলে।
র্যালি শেষে সকাল ১০:৩০টায় বটমূলে জাতীয় সংগীত ও বৈশাখী গান পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর দিনব্যাপী চলে নানা আনন্দঘন আয়োজন। গফরগাঁও মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারি গান, সকাল ১১টায় লাঠিখেলা, ১১:৩০টায় কাবাডি খেলা এবং ১২টায় হাঁস ধরা খেলা। বিকেল ৩টায় বটমূলে অনুষ্ঠিত হয় বর্ষবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দিনশেষে বর্ণিল আতশবাজির মাধ্যমে দিনটির পরিসমাপ্তি ঘটে।
বৈশাখী উৎসবের এই আয়োজনকে ঘিরে বিলুপ্তপ্রায় বহু লোকজ ঐতিহ্যের পুনর্জাগরণ ঘটে। কাবাডি, ঘুড়ি উৎসব, জারি গান, শাড়ি গান, লাঠিখেলা, হাঁস ধরা খেলা এবং বৈশাখী সংস্কৃতির নানা উপাদানে উৎসবটি হয়ে ওঠে প্রাণবন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. জামাল উদ্দিন, গফরগাঁও অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন লাবিদ আহমেদ, গফরগাঁও থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম এবং পাগলা থানা অফিসার ইনচার্জ ফেরদৌস আলম।
এছাড়াও গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আয়নাল ইসলাম , গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি রুবেল মাহমুদ ও উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হানিফ খান ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গফরগাঁও উপজেলা প্রেসক্লাব ও গফরগাঁও প্রেসক্লাব। এছাড়াও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron