

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বৈষম্যহীন ঐতিহ্যবাহী সংগঠন উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফাতার-মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) গফরগাঁও উপজেলা অফিসার্স ক্লাবে এ ইফাতার-মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
দৈনিক খোলাকলম প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক, উপজেলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আপেল মাহমুদ এর সভাপতিত্বে,
গফরগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি,এশিয়ান টিভি গফরগাঁও প্রতিনিধি আয়নাল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমির সালমান রনি।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃজামাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ময়মনসিংহ জেলা সভাপতি মমতাজ উদ্দিন মাস্টার,গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন, গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কামরুল ইসলাম মাস্টার।
এ সময় আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাতীয় দৈনিক ভোরের চেতনা গফরগাঁও প্রতিনিধি ও দৈনিক নব জাগরণ পত্রিকার বার্তা সম্পাদক হানিফ খান, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মাজহারুল হক, দৈনিক জনতার নিঃশ্বাস পত্রিকার স্টাফ রিপোর্টার আরিফুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য বাপ্পি, সারোয়ার ফরাজি উপজেলা প্রেসক্লাবের সদস্য চঞ্চল, আলম, নয়ন শাহ সহ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, ও সরকারি অফিসের কর্মকর্তা, কবি, সাহিত্যিক,ব্যবসায়ী, ঠিকাদার,গুণীজন উপস্থিত ছিলেন।