

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ মে) যোহরের পর গফরগাঁও উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৪টায় রেলওয়ে স্টেশন চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক স্বপন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, “দেশ আজ গভীর সংকটে রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাই—আগামী ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হোক।”
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফখরুল হাসান, শহিদুর রহমান, জালাল উদ্দিন ও আজিম উদ্দিন আজিম; পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, সাবেক যুগ্ম আহ্বায়ক আল-আমিন জনি, পৌর যুবদলের সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিক, ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চঞ্চল, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক রমজান মোল্লা ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান সজিব, কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য নেওয়াজ শরীফ, সাবেক কৃষক দলের সদস্য বেলাল আহমেদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা তারেক রহমান যুব পরিষদের সভাপতি হাজী আব্দুল আজিজ ও সাধারণ সম্পাদক রিটনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ, নেতৃত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।