ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির উদ্যোগে গণতন্ত্রের মা, আপোষহীন নেত্রী ও বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের নির্দেশক্রমে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফাইল উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সদস্য দুলাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোশাররফ হোসেন, সাবেক সদস্য রুহুল মিয়া, পৌর বিএনপির সাবেক সদস্য শফিক, বিএনপি নেতা নাজমুল, ময়মনসিংহ দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাসী সুজন, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাপ্পি সহ বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন আপোষহীন ভূমিকা রেখেছেন। তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron