ময়মনসিংহ প্রতিনিধি ||
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজারে এক ব্যবসায়ী নেতাকে কুপিয়ে জখমের প্রতিবাদে আজ রোববার অর্ধদিবস হরতাল পালন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত বাজারের সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন তারা।
হামলা ও প্রতিবাদের পটভূমি
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এবং পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজনকে কুপিয়ে আহত করার প্রতিবাদে এই কর্মসূচি ডাকা হয়। তার সমর্থকেরা সকালেই বাজারের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও স্লোগান দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গফরগাঁওয়ের পাগলা থানা বিএনপির বহিষ্কৃত সদস্য ও উস্থি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির সরকারের সঙ্গে সুজনের দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। কান্দিপাড়া বাজারে আসকর আলী উচ্চবিদ্যালয়ের মালিকানাধীন একটি মার্কেটের দখল নিয়ে এই বিরোধ চরমে ওঠে। বাজারের ১১টি দোকান ঘিরেই মূল বিরোধের সূত্রপাত।
সংঘর্ষ ও মামলা
বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের ছয়জন আহত হন। ঘটনার পর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং গত শুক্রবার থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়। শনিবার বিকেলে সুজনের সমর্থকেরা কান্দিপাড়া বাজারে বিক্ষোভ করেন এবং দোষীদের শাস্তি দাবি করেন।
পুলিশের অবস্থান
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন,“আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই মামলা করেছে। হরতাল সম্পর্কে পুলিশ আগে থেকে জানত না, তবে পরিস্থিতি মোকাবিলায় আমরা সতর্ক আছি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron