ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশন চত্বর সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায়। নিচু ভূমির কারণে চত্বরজুড়ে হাঁটুসমান পানি জমে যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে। ফলে ট্রেন থেকে নামা কিংবা ট্রেন ধরতে আসা যাত্রীদেরকে বাধ্য হয়ে নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
বিশেষ করে নারী ও শিশুদের চলাচলে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। অনেকের জামাকাপড় নোংরা হয়ে যায়, বাড়ে স্বাস্থ্যঝুঁকিও।
স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্টেশন চত্বরের সংস্কার কাজ করা হয়েছিল। তবে সেটি স্থায়ী সমাধান আনতে পারেনি। অল্প বৃষ্টিতেই আগের মতোই পানি জমছে, দুর্ভোগ কমছে না। চত্বরের দক্ষিণ পাশে একটি পৌরসভার ড্রেন থাকলেও তা আবর্জনায় বন্ধ থাকায় পানি নিষ্কাশন সম্ভব হচ্ছে না।
সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে দেখা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া ট্রেন থামলে যাত্রীরা পানি মাড়িয়ে স্টেশন ত্যাগ করছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
যাত্রীরা বলেন, স্টেশনটি ঘিরে আশপাশের উপজেলার মানুষ যাতায়াত করেন। কিন্তু স্টেশনের যে অবস্থা, তা এককথায় ভয়াবহ। সামান্য বৃষ্টিতেই এটি জলাবদ্ধতায় পরিণত হয়।
স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন জানান, বৃষ্টির সময় কেবল যাত্রীরাই না, আমাদের অফিসের ভেতরেও পানি ঢুকে পড়ে। পৌরসভাকে একাধিকবার জানিয়েছি, কিন্তু ড্রেন পরিষ্কারের কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron