ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগুয়ারি ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি হেকমত উল্লাহ ও তার ভাই ময়মনসিংহ দক্ষিণ জেলা উলামা দলের সাবেক সভাপতি ইখলাস উদ্দিন বাবুলের বিরুদ্ধে ফেইক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সামাজিক মানহানি রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা বানোয়াট পোস্ট করা হয়।
জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফেইক আইডি খুলে এবং পেইজ তৈরি করে হেকমত উল্লাহ ও ইখলাস উদ্দিন এর বিরুদ্ধে প্রতিনিয়ত বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। রাজনৈতিক ভাবে ক্ষতি করার জন্য বিভিন্ন দোষারোপ ও অপমানজনক মন্তব্য সাধারণ মানুষের মাঝে তুলে ধরছে যা মিথ্যা ও বানোয়াট।
হেকমত উল্লাহ ও তার ভাই ইখলাস উদ্দিন বাবুলের বিরুদ্ধে ফেক আইডি থেকে সামাজিক মানহানি ও রাজনৈতিকভাবে হেয় পতিপন্ন যে সকল পোস্ট করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এই ব্যাপারে পাগলা থানায় একটি অভিযোগ দায়ের করেন নিগুয়ারি ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি হেকমত উল্লাহ।
পাগলা থানা অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি অতি শীঘ্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron