মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা। এসময় প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু।
প্যারেড শেষে পুলিশ সুপার ফোর্সদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্ন আউট মূল্যায়ন করে চৌকস সদস্যদের পুরস্কৃত করেন। পরে তিনি যানবাহন শাখা পরিদর্শন ও অফিসারদের শৃঙ্খলা, ড্রেসরুলস, স্বাস্থ্য সচেতনতা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে সকাল ৯টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সদস্যদের কল্যাণমূলক প্রস্তাব গ্রহণ করা হয় এবং প্রাতিষ্ঠানিক সমস্যাবলি নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এছাড়া অবসরজনিত কারণে বিদায় নেওয়া ১১ জন পুলিশ সদস্যকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী অতিথিরা চাকরি জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। পুলিশ সুপার তাঁদের অবদানের কথা স্মরণ করে ভবিষ্যতের জন্য শুভকামনা জানান এবং ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক উপহার প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron