মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সঙ্গে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এই কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার জনাব নিশাত এ্যাঞ্জেলা। তিনি নবাগত প্রশিক্ষণার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে গাইবান্ধা জেলার সার্বিক কার্যক্রম নিয়ে একটি ডিজিটাল প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
পরে প্রশিক্ষণার্থীরা জেলা পুলিশের কার্যক্রম সম্পর্কে মুক্ত আলোচনা করেন। পুলিশ সুপার তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্য কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) জনাব এবিএম রশীদুল বারীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
কর্মশালায় ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে গাইবান্ধা জেলায় আগত বিভিন্ন ক্যাডার সার্ভিসের ১০ জন সদস্য অংশগ্রহণ করেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron