
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধায় প্রস্তাবিত গাইবান্ধা পলিটেকনিক ইনস্টিটিউট পূর্ব নির্ধারিত খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় খোলাহাটী ইউনিয়নের কদমতলা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, খোলাহাটী ইউনিয়নের টিটিসি সংলগ্ন এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হলে গাইবান্ধার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার সুযোগ বাড়বে এবং কর্মসংস্থানের নতুন দুয়ার উন্মোচিত হবে। তাছাড়া টিটিসির পাশেই প্রতিষ্ঠান স্থাপিত হলে শিক্ষার্থীরা সহজেই সকল ট্রেডে প্র্যাকটিক্যাল ট্রেনিং করার সুযোগ পাবে। বক্তারা দ্রুত পূর্ব নির্ধারিত স্থানে ইনস্টিটিউট স্থাপনের কার্যক্রম শুরু করার আহ্বান জানান।
তাঁরা আরও বলেন, শিক্ষার প্রসার ও এলাকার উন্নয়নের স্বার্থে এ সিদ্ধান্ত বাস্তবায়ন সময়ের দাবি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,খোলাহাটী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ সামাদ আজাদ, গাইবান্ধা সদর যুবদলের আহবায়ক ইউনুস আলী দুখু, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, পরিচালক আলী কায়সার বাবুল, গাইবান্ধা জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম, ছাত্রশিবির গাইবান্ধা জেলা সভাপতি রুম্মান ফেরদৌস, গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ আমজাদ হোসেন, খোলাহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, জামায়াতে ইসলামী খোলাহাটী ইউনিয়ন সভাপতি ডা. রাজু আহমেদ কিনু, নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা, ছাত্রশিবির খোলাহাটী ইউনিয়ন সভাপতি মেহেদী হাসান, কাফি মন্ডল, আদিল প্রমুখ।