গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ‘স্বাধীনতা কনসার্ট’ পিছিয়েছে বিএনপি

print news
img

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার নিন্দা এবং প্রতিবাদ জানাতে বিএনপি পূর্ব ঘোষিত ‘স্বাধীনতা কনসার্ট’ এক দিন পিছিয়েছে। কনসার্টটি ১১ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে।

সোমবার, এই সিদ্ধান্তের কথা জানান কনসার্ট আয়োজক সংগঠন ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি এবং বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এদিন তিনি রাজধানীর মিন্টো রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং সেখানে কনসার্টের তারিখ পরিবর্তনের বিষয়ে অবহিত করেন।

আয়োজকরা জানান, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যায় ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। ফলে, পূর্বনির্ধারিত ১১ এপ্রিলের ‘স্বাধীনতা কনসার্ট’ ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং এটি রাজধানী ঢাকাসহ চার বিভাগীয় শহরে একযোগে উদযাপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর কোষাধ্যক্ষ ও ঢাকা টিমের প্রধান সমন্বয়ক সুলতান সালাহউদ্দিন টুকু, সদস্য আবদুল মোনায়েম মুন্না, এস এম জিলানী, জাহিদুল ইসলাম রনি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *