গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আল-জাজিরার সাংবাদিক হোসাম শাবাতসহ কমপক্ষে ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছে।পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনী অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতা হামদান বল্লালসহ তিন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে, তবে সরকারি মিডিয়া অফিসের মতে, মৃতের সংখ্যা আরও বেশি।
প্রায় দুই মাস যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ব্যাপক হামলা শুরু করে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।হামাস ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা অভিযোগ করেছে যে, কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল।গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল বারহুমসহ দু’জন নিহত হন।গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন।এদিকে, ইয়েমেনেও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। সানার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় হামলায় কমপক্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় রিপোর্ট লেখা পর্যন্ত ৫০ হাজার ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গাজায় ৬১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
তথ্যসূত্র: মিডল ইস্ট আই, আল-জাজিরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron