গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে এখনও আটকে আছেন অনেক মানুষ, যাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। এই পরিস্থিতিকে অনেকেই গণহত্যা হিসেবে আখ্যা দিচ্ছেন, যা বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় তুলেছে।
বিশেষ করে আরব দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষ, তারকা ও মানবাধিকারকর্মীরা তীব্র সমালোচনায় মুখর হয়েছেন। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন এক আবেগঘন স্ট্যাটাস।
তিনি লিখেছেন,
“দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।”
বিশ্ব নেতাদের প্রতি প্রশ্ন রেখে জয়া বলেন,
“বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল ভ্রূক্ষেপ করবে না, সেটা জানি। কিন্তু বাকি বিশ্ব? বিশ্বের বড় বড় নেতারা? এভাবে শিশুহত্যা, নারীহত্যা, গণহত্যা সবার চোখের সামনে চলতে থাকবে?”
সবশেষে তিনি আকুতি জানিয়ে লেখেন,
“মানুষের হৃদয়ের ওপর থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা মানুষের মতো বাঁচার সুযোগ পাক।”
অন্যদিকে, ঢাকাই চলচ্চিত্রের তারকা সিয়াম আহমেদ গাজা পরিস্থিতি নিয়ে নিজের গভীর বেদনাবোধ প্রকাশ করেন। ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা একটি স্যুট পরে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন,
“আমি যখন এই পোস্ট লিখছি, তখনই ভাবছি—গাজার অস্তিত্ব কি এরই মধ্যে মুছে গেছে? আমরা কি পারলাম না শহরটাকে বাঁচাতে?”
তিনি জানান,
“ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না থামাতে পারিনি। ‘জংলি’ সিনেমার গল্প যখন লেখা হচ্ছিল, তখন পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদের কল্পনা করতাম। যুদ্ধবিরতির সময়ও আমি শান্তি পাইনি, শুধু মনে হতো—এই বিরতি কতটুকু সময়ের জন্য?”
হতাশা প্রকাশ করে সিয়াম লেখেন,
“এই বিশ্ব লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ—আমরা কেউ কি পারবো এই দায় এড়াতে? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি। আমরা পারলাম না।”
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron