

অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল আবিব পুনরায় আক্রমণ শুরু করলেও ইসরায়েলের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে। অবরুদ্ধ উপত্যকায় মৃত্যুর মিছিলের মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে হোয়াইট হাউস।
হামাসকে দোষারোপ করে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ‘এটা স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি চান সব জিম্মি ফিরে আসুক।’
ইসরায়েল এবং আইডিএফ (ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী) সম্প্রতি যে পদক্ষেপ (হামলা) নিয়েছে, তার প্রতি তিনি (ট্রাম্প) পূর্ণ সমর্থন জানিয়েছেন।
প্রায় দুই মাসের যুদ্ধবিরতির পর গাজায় পুনরায় ইসরায়েলের আক্রমণ নিয়ে হামাসকে দোষারোপ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।
মঙ্গলবার থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৯০০ জনেরও বেশি আহত হয়েছেন।
এই নারকীয় হত্যাযজ্ঞের মাধ্যমে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দিয়েছে দখলদার ইসরায়েল।
২০২৩ সালের অক্টোবরে হামাস যখন ইসরায়েলে আক্রমণ চালায়, তখন থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে অর্ধলক্ষের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া, আহত হয়েছেন ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ।