

গাজা উপত্যকায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় এই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৬ জন ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ২৮৭ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে গাজায় সামরিক অভিযান শুরু করেছিল আইডিএফ। চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৬০০ জনেরও বেশি এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। নিহত ও আহতদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও শিশু—যা এই মানবিক সংকটকে আরও ভয়াবহ রূপ দিয়েছে।
ইসরায়েল ও হামাসের মধ্যকার এই সংঘাতের সূচনা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। ওই দিন হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে আকস্মিক হামলা চালায়। এতে প্রাণ হারায় প্রায় ১ হাজার ২০০ মানুষ এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়।
জিম্মিদের মুক্ত করতে ইসরায়েল তৎক্ষণাৎ গাজায় সামরিক অভিযান শুরু করে, যা চলে টানা ১৫ মাসের বেশি সময় ধরে। আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, দুই মাস পূর্ণ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে নতুন করে হামলা শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই হামলায় ইতোমধ্যে আরও ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হামাসের হাতে অপহৃতদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আইডিএফ জানিয়েছে, সামরিক অভিযান চালিয়ে তাদের উদ্ধারের পরিকল্পনা রয়েছে।