ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের শুজাইয়া পাড়ায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৫৫ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো ৮০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।
আবাসিক ভবন লক্ষ্য করে চালানো এই হামলা যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন। উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে হামাস ও ইসরায়েল এক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায়। তবে মার্চের মাঝামাঝি থেকেই ইসরায়েল ফের বিমান হামলা শুরু করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় এখন পর্যন্ত প্রায় ১,৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৩,৭০০ জন আহত হয়েছেন।
গত সপ্তাহেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামলা আরও জোরদারের ঘোষণা দেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এ হামলাকে গণহত্যা হিসেবে অভিহিত করছে।
এই ভয়াবহ হামলার পর বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ শুরু হয়েছে, এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মানবিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron