গাজায় ফের ইসরায়েলি হামলা: প্রাণ হারিয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি, নিহতের সংখ্যা ছাড়াল ৫০ হাজার

print news
img

গাজার অবরুদ্ধ ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নতুন করে চালানো হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে চলমান আগ্রাসনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৭০০ জনে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে সোমবার এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার পাঁচটি অঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েল সেখানে তীব্র বোমাবর্ষণ শুরু করে। এই হামলায় প্রাণ হারান বেশ কয়েকজন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।

এছাড়াও তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলুর তথ্যমতে, গাজার পূর্বাঞ্চলের আল-নাখিল স্ট্রিটে কামানের গোলাবর্ষণে আট শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

দেইর আল-বালাহ শহরেই বিমান হামলায় নিহত হয়েছেন আরও পাঁচজন। গাজার শুজাইয়া পাড়ায় তিনজন এবং জেইতুন এলাকার আইন জালুত স্কুলের কাছে একটি বাড়িতে হামলায় নিহত হয়েছেন আরও দুইজন।

উত্তর গাজার জাবালিয়া এলাকার সালাম পাড়ায় কামানের গোলার আঘাতে প্রাণ গেছে চারজনের।

কেন্দ্রীয় গাজার জাওয়াইদা অঞ্চলের একটি শরণার্থী শিবিরে ড্রোন হামলায় নিহত হয়েছেন আরও একজন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া দক্ষিণের খান ইউনিস শহরের একটি বাড়িতে বিমান হামলায় প্রাণ গেছে আটজনের।

একই শহরের কিজান রাসওয়ান এলাকায় বেসামরিক জনগণের ওপর হামলায় নিহত হয়েছেন আরও একজন। আর আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে গুলিবর্ষণে নিহত হন এক শিশু।

অবশেষে খান ইউনিসের আবাসন আল-কাবিরা এলাকায় গোলাবর্ষণে আরও একজন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন চারজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *