

সম্প্রতি ভারত-পাকিস্তান ও ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর, এবার ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত শেষ করার সুখবর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে কঙ্গো-রুয়ান্ডা চুক্তি বিষয়ক এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “গাজায় যুদ্ধবিরতি এখন খুব কাছাকাছি। এক সপ্তাহের মধ্যেই যুদ্ধ থেমে যেতে পারে বলে আমি বিশ্বাস করি।” তিনি জানান, সংঘাত নিরসনে কাজ করা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সদ্যই তার আলোচনা হয়েছে।
এদিকে, ফিলিস্তিনি সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত রয়েছে। তবে তারা অস্ত্র সমর্পণ কিংবা বিলুপ্ত হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ইসরায়েল পাল্টা জানিয়েছে, তারা যুদ্ধবিরতি মানবে তখনই, যখন হামাস পুরোপুরি নিরস্ত্র ও বিলুপ্ত হবে।
ফিলিস্তিনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫৬,৩৩১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১,৩২,৬৩২ জন।
সূত্র: আল-জাজিরা, রয়টার্স, টাইমস অব ইসরায়েল