

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের ইউএনআরডব্লিউএ পরিচালিত একটি ক্লিনিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বুধবার (২ এপ্রিল) সকালে ওই মেডিকেল সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানোর পাশাপাশি গাজাজুড়ে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে আরও বহু হতাহতের খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ইসরায়েলের লাগাতার বিমান হামলায় ভোর থেকে গাজায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন।
হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ওই স্থাপনাটি হামাসের ‘কমান্ড-এন্ড-কন্ট্রোল সেন্টার’ হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
এর আগে, গত সোমবার (৩১ মার্চ) জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানায়, গাজায় ইসরায়েলের নতুন আক্রমণে ১০ দিনের ব্যবধানে কমপক্ষে ৩২২ শিশু নিহত হয়েছে এবং আরও ৬০৯ জন আহত হয়েছে।