
গাজায় চলমান সংঘাতের বিরোধিতা করে প্রকাশ্যে যুদ্ধবিরতির আহ্বান জানানোয় ইসরায়েল সেনাবাহিনী প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির।
সম্প্রতি, বরখাস্তকৃতদের অনেকে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যেখানে গাজা যুদ্ধকে নিরাপত্তা রক্ষার চেয়ে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট বলে বর্ণনা করা হয়। চিঠিতে স্বাক্ষরকারীরা দাবি করেন, এই যুদ্ধ বন্দি মুক্তির পথ নয়; বরং স্থায়ী সমাধানের জন্য যুদ্ধবিরতি জরুরি।
এই চিঠিকে সেনাবাহিনীর শৃঙ্খলা ও দায়িত্ববোধের বিরুদ্ধে একটি গুরুতর অপরাধ হিসেবে আখ্যা দেন সেনাপ্রধান জামির। তিনি বলেন, যারা এমন কাজ করেছে, তারা সেনাবাহিনীতে ফেরার উপযুক্ত নয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে, যুদ্ধের বৈধতা খণ্ডন করতে চিঠিটি একটি পরিকল্পিত প্রয়াস, যা রাষ্ট্রীয় নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, যেসব বিশিষ্ট ব্যক্তিরা এই চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে আছেন ইসরায়েলের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি।
তাদের বক্তব্য, যুদ্ধ বন্ধের জন্য এখনই সময়। বন্দিদের মুক্তির একমাত্র কার্যকর পথ হলো সমঝোতা ও শান্তি প্রক্রিয়ায় ফিরে যাওয়া। তারা ইসরায়েলি নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা যুদ্ধ থামানোর জন্য চাপ প্রয়োগ করে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, চিঠিতে স্বাক্ষরকারী ব্যক্তিদের প্রায় ১০ শতাংশ এখনো সক্রিয় রিজার্ভে কর্মরত, বাকি সবাই সাবেক বা অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron