গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও এক শিশুর মৃত্যু, প্রাণ গেল একই পরিবারের ৫ জনের

print news
img

গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মোছা. তানজিলা আক্তার (১০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাত ১১টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আইসিইউতে তার মৃত্যু হয়। এতে করে এ ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের সবাই মারা গেলেন।

দগ্ধদের মধ্যে ছিলেন—সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার এক বছরের ছেলে আয়ান, তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা। তারা সবাই আত্মীয় এবং একই বাড়িতে বসবাস করতেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, শিশু তানজিলার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। আগেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে আয়ান, সিমা, তাসলিমা ও পারভিনের।

গত ২৭ এপ্রিল রাত পৌনে ১১টার দিকে জয়দেবপুরের মোগরখাল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই দগ্ধ পাঁচজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ঘটনার দিনই এক বছরের শিশু আয়ান মারা যায়। এরপর একে একে মারা যান সিমা, তাসলিমা ও পারভিন। মঙ্গলবার তানজিলার মৃত্যুতে পরিবারটির কেউ আর জীবিত রইল না।

স্থানীয়রা জানান, ওই বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন তদন্ত করে দ্রুত কারণ উদঘাটনের আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *