জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, যারা প্রকাশ্য রাজনীতি না করে গোপন ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের জন্য ছাত্রদলের কোনো শুভকামনা নেই।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "নতুন দল এনসিপি যখন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে, তখনই আমরা তাদের শুভকামনা জানিয়েছি। দেশের সব ছাত্র সংগঠনের প্রতি আমাদের এই শুভকামনা অব্যাহত থাকবে। তবে যারা গুপ্ত রাজনীতি করবে, তাদের জন্য আমাদের সমর্থন নেই।"
এর আগে নগরীর মাসকান্দা থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। পরে ময়মনসিংহে পৌঁছালে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন, "যে সকল ছাত্র সংগঠন স্বচ্ছ রাজনৈতিক চর্চার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, তাদের প্রতি আমাদের সমর্থন রয়েছে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য।"
তিনি আরও বলেন, "গত ১৫ বছরে ছাত্রদলের বহু নেতাকর্মী রাজনৈতিক মামলার শিকার হয়েছে, তাদের শিক্ষা ও ব্যক্তিগত জীবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগঠন হিসেবে আমাদের তাদের প্রতি দায়িত্ব আছে, যা আমরা অস্বীকার করতে পারি না। ইতোমধ্যে সারাদেশে সাত শতাধিক কমিটি ঘোষণা করেছি, এবং পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন করবো।"
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহবুবুর রহমান রানা, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নিহাদ সালমান ডুনন, সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দাউদ রায়হান, দক্ষিন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রায়হানুল কবীর জোনাক, ময়মনসিংহ দক্ষিন জেলাধীন গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি মোক্তার হোসেন, গফরগাঁও পৌর ছাত্রদলের সভাপতি রবিউল আলম পাপ্পু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নবী হোসেন, যুগ্ম আহবায়ক আজিজুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron