

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রাইভেট পড়ানোর কথা বলে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে নেছারউদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু হানিফ মোল্লার (৪৫) বিরুদ্ধে।
সোমবার সকালে উপজেলার উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। জানা যায়, ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্ত শিক্ষক পালিয়ে যায়। অভিযুক্ত হানিফ মোল্লা উত্তর গচাপাড়া গ্রামের মৃত হামেদ মোল্লার ছেলে ও দুই সন্তানের জনক।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, “ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, অভিযুক্ত শিক্ষককে প্রাথমিকভাবে বরখাস্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।