গোপালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
আজ রবিবার (২০ এপ্রিল) সকালে জেলার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর বাজারের বাইন মার্কেটে অভিযান চালিয়ে অবৈধ ৫টি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয় ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী।
ভ্রাম্যমান আদালতের বিচারক রাসেল মুন্সী জানিয়েছেন, গোপালপুর বাজার এলাকায় সরকারি ৩ দশমিক ৩১ শতাংশ জায়গা অবৈধ ভাবে দখল করে এলাকার ৫ ব্যাক্তি প্রভাব খাটিয়ে দোকানঘর তৈরী করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বার বার নোটিশ দেয়া হলেও ঘর সরিয়ে নেয়নি। আজ ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে প্রায় ২লক্ষ ৩৯ হাজার ৪৩১টাকার ভূসম্পত্তি উদ্ধার করা হয়েছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron