গোপালগঞ্জে দিনব্যাপী আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে সদর উপজেলার ঘেনাসুর মাট প্রাঙ্গণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় চারটি দল—বড়ফা ফুটবল একাডেমি, শুকতাইল একাডেমি, চন্দ্র দিঘলিয়া একাডেমি এবং ঘেনাসুর একাডেমি। টুর্নামেন্টের ফাইনালে ১-৩ গোলে জয় লাভ করে শুকতাইল একাডেমি। দ্বিতীয় স্থান অর্জন করে চন্দ্র দিঘলিয়া একাডেমি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জিহাদ ফকির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম সেলিন, যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, কলেজ কমিটির সভাপতি সোহান আল ইমাম এবং আরাফাত রহমান কোকো পরিষদের সদস্য সচিব শাহিনুল ইসলাম দুখু।
টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আরাফাত রহমান কোকো পরিষদের আহ্বায়ক মোঃ জুবায়ের হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আরিফুল হক আরিফ। সভাপতিত্ব করেন পরিষদের আহ্বায়ক মোঃ জুবায়ের হোসেন।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron