গোপালগঞ্জে ইউপি সদস্য মাফুজা বেগম ও তার লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ

print news
img

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামের ইউপি সদস্য মাফুজা বেগম (৪৫)–এর বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, সরকারি প্রকল্প দখল এবং লাঠিয়াল বাহিনী দিয়ে প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে। পরপর দুইবার নির্বাচিত এই ইউপি সদস্যের স্বামী মফিজ শরীফ।

এলাকাবাসীর অভিযোগ, মাফুজা বেগম নিজস্ব লাঠিয়াল বাহিনী গঠন করে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করছেন। আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন জমির মালিক রনি কাজীকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করা হয়। যদিও আদালতের রায়ে তিনি জমির দখল ফিরে পান, তবুও তাকে এবং তার পরিবারকে বারবার হয়রানি করা হয়েছে।

এছাড়া, রাজু কাজীর বরাদ্দকৃত ঘর থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ঘর থেকে বের করে দিয়ে সেখানে বসবাস শুরু করে সেলিম সিকদার। অভিযোগ রয়েছে, আশ্রয়ণ প্রকল্পের মিউটেশনকৃত কাগজপত্র এবং বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামেও স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করা হয়, যার একটি বড় অংশ মাফুজা বেগমকে দেওয়া হয়।

লাঠিয়াল বাহিনীর সদস্য হিসেবে পরিচিতদের মধ্যে রয়েছেন:
হাবিব শরীফ (৩২), রবিউল শরীফ (৩৫), দিদার শরীফ (৪০), জাকির শরীফ (৪০), ফয়সাল শরীফ (২৮), সেলিম সিকদার এবং আরিফুজ্জামান। এদের মধ্যে শুধুমাত্র আরিফুজ্জামানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে প্রশাসন, বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইউপি সদস্য মাফুজা বেগম তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছেন। এলাকাবাসী এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *