গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

print news
img

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে। সময়মতো ব্যবস্থা না নিলে তারা গোপালগঞ্জ অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছে।

বুধবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, “সরকারের ঘনিষ্ঠ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা যদি নিজ এলাকাতেই হামলার শিকার হন, তবে দেশের সাধারণ মানুষের নিরাপত্তার নিশ্চয়তা কোথায়?” তিনি জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে শুক্রবার গোপালগঞ্জ অভিমুখে লং মার্চ শুরু হবে এবং শাহবাগ থানার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে কেউ উসকানি দিলে তার জবাব প্রতিরোধ দিয়েই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে ইনকিলাব মঞ্চের আরেক নেতা আসাদুজ্জামান আসাদ বলেন, “এই হামলা কেবল এনসিপির ওপর নয়— এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ। উদ্দেশ্য হলো জুলাই সনদ ও এর আদর্শকে প্রশ্নবিদ্ধ করা।”

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা রাজু ভাস্কর্য থেকে মিছিল করে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। সেখানে তাঁরা “মুজিববাদ নিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ” এবং “লাল জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠো হাতিয়ার” স্লোগান দিয়ে সড়কপ্রান্ত মুখর করে তোলেন।

বক্তারা আরও জানান, গোপালগঞ্জের বিভিন্ন উপজেলাকে মাদারীপুর ও ফরিদপুর জেলার সঙ্গে সংযুক্ত করার দাবি তারা প্রতীকী রাজনৈতিক প্রতিবাদ হিসেবে উত্থাপন করছেন।

এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে বাড়তি সতর্কতায় মোতায়েন রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *