

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে গ্রাম পুলিশদের নিয়ে দিনব্যাপী গ্রাম পুলিশ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ গোলাম কবির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মাদ কামরুজ্জামান (যুগ্ম সচিব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. রুহুল আমীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রকিবুল হাসান, এবং আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. মজিবুল হক।
সম্মেলনে অতিথিবৃন্দ গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
জেলা প্রশাসক মুহাম্মাদ কামরুজ্জামান বলেন,
“সরকার সব সময় গ্রাম পুলিশের সহযোগিতা পেয়েছে এবং ভবিষ্যতেও তাদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। দেশের সংকটময় সময়ে গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদ পাহারা দিয়ে সরকারি সম্পদ রক্ষা করেছে। ভবিষ্যতেও তাদের নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলার পাঁচটি উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলন শেষে প্রশিক্ষণ ও দিকনির্দেশনার পাশাপাশি কিছু দাবির কথা তুলে ধরেন গ্রাম পুলিশের প্রতিনিধিরা, যাতে তাদের সার্বিক উন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।