মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জের উত্তপ্ত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি মাঠে নেমেছে কোস্ট গার্ড। বর্তমানে সেনাবাহিনী, পুলিশ, ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছে এই সামরিক সহায়ক বাহিনী।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সাম্প্রতিক অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করছে। দেশের স্বার্থে ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
চলমান কারফিউ পরিস্থিতিতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে কোস্ট গার্ড। সাধারণ মানুষের সহায়তা ও আস্থা নিয়েই তারা গোপালগঞ্জে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron