গোপালগঞ্জ জেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
রোববার (১১ মে) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস. এম. তারেক সুলতানসহ জেলা প্রশাসনের অন্যান্য নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
সভায় জেলা প্রশাসক জেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও তার নেওয়া পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
প্রায় অর্ধশতাধিক সংবাদকর্মী এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং জেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বাস্তবায়নের ব্যাপারে আন্তরিক সদিচ্ছার কথা জানান।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron