গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) ভোরে সদর উপজেলার বোড়াশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শনিবার ভোরে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর একটি যাত্রীবাহী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়।
পরে স্থানীয়রা দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে রাজবাড়ী রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়।
লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে এখন পযর্ন্ত নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron