গোপালগঞ্জে দাফনের ৫ দিন পর সংঘর্ষে নিহত ৩ জনের মরদেহ কবর থেকে উত্তোলন

print news
img

গোপালগঞ্জ প্রতিনিধি: মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ দাফনের পাঁচ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সকালে নিহতদের পরিবারের অভিযোগ ও মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তারা আদালতে আবেদন করলে, আদালত ময়নাতদন্তের উদ্দেশ্যে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন।

পরে বেলা ১২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ জেলা শহরের পৌর কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে ইমন তালুকদার ও রমজান কাজীর মরদেহ উত্তোলন করা হয়। একই সময়ে টুঙ্গিপাড়ার দক্ষিণ কবরস্থান থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ দস্তগীরের উপস্থিতিতে সোহেল রানার মরদেহ উত্তোলন করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, “ঘটনার মামলার তদন্তের স্বার্থে নিহতদের মরদেহ উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গত সপ্তাহে গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন প্রাণ হারান। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *