গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে বাস চালক ও সুপারভাইজার নিহত হয়েছে। দুর্ঘটনার ফলে প্রায় ১ ঘন্টা রাস্তা বন্ধ থাকায় যান চলাচল বন্ধ ছিল।
২২ফেব্রুয়ারি) সকাল ১০টার সময় ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনার চিতলমারি গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ও ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী সোহাগ পরিবহনের একটি এসি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে টুংগীপাড়া এক্সপ্রেস এর সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় বাস চালক মিন্টু মিয়া ও সুপারভাইজার আরিফ গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চালক ও সুপারভাইজারকে দায়িত্বগত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ক্ষতিগ্রস্ত দুই বাসের যাত্রীদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত, ভাঙ্গা থানার এস আই শাহাদাত জানা্ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই, কাশিয়ানী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করি। গুরুতর আহত টুংগীপাড়া এক্সপ্রেস এর চালক ও সুপারভাইজার কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠনো হয় ।পরে জানতে পাওয়া যায় তারা দুজনেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবুল হাসেম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং তিনি জানান নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক নব জাগরণ/Daily Nobo Jagoron
Email : newsnobojagoron@gmail.com
Nobo Jagoron