গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে রথযাত্রার বর্ণিল আয়োজন, বসেছে মেলা

print news
img

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভির্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার (২৭ জুন) বিকেলে গোপালগঞ্জ জেলা শহরের শ্রীশ্রী রাই রসরাজ সেবাশ্রম ও ইসকন মন্দির থেকে পৃথকভাবে বর্ণাঢ্য রথযাত্রা বের করা হয়।

রথযাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। হাজারো নারী-পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার পূজায় অংশ নেন। ভক্তদের কণ্ঠে ভজন-গীত, উলুধ্বনি ও ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়, শিশুরা ছিল আনন্দে মাতোয়ারা।

এছাড়া কোটালীপাড়া উপজেলার ইসকন মন্দির, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দির ঠাকুরবাড়ি, সিংগা গ্রামের অনাথ আশ্রম এবং টুঙ্গিপাড়া উপজেলার বাশুড়িয়া গ্রামের শ্রীশ্রী রাই রসরাজ সেবাশ্রম থেকেও পৃথকভাবে রথযাত্রা বের করা হয়।

রথযাত্রা উপলক্ষে গোপালগঞ্জ সদরের পাচুড়িয়া তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে ঐতিহ্যবাহী মেলা। নানা ধরনের পণ্য, খাবার, খেলনা ও হস্তশিল্পের পসরা নিয়ে স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা দোকানিরা মেলায় অংশ নেন। দিনব্যাপী উৎসবে শিশু, কিশোর, বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা জানান, রথযাত্রা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি তাদের সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *